মোঃ সবুজ খান মির্জাপুর টাঙ্গাইলঃ
শক্তিমান অভিনেতা খালেদ খান যুবরাজের স্মৃতিচারণ
আজও অনেকের মনের মনিকোঠায় জায়গা দখল করে আছেন শক্তিমান অভিনেতা খালেদ খান।
খালেদ খান যুবরাজ ১৯৫৮ইং সালে টাংগাইল জেলা মির্জাপুর উপজেলায় মসদই গ্রামে খান পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা নজরুল ইসলাম খান একজন শিক্ষক ছিলেন। খালেদ খান পরিবারের সবার বড় ছেলে। ( জন্ম ৯ ফেব্রুয়ারি ১৯৫৮- মৃত্যু ২০ ডিসেম্বর ২০১৩) বাংলাদেশের মঞ্চ নাটক, টেলিভিশন নাটক, চলচ্চিত্র মাধ্যমের জনপ্রিয় অভিনেতা ছিলেন। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মসদই গ্রামের কৃতি সন্তান। অভিনয় প্রতিভার গুণে পেয়েছেন বহু পুরস্কার ও সম্মাননা। যার মধ্যে রয়েছে- মোহাম্মদ জাকারিয়া পদক, নুরুন্নাহার স্মৃতি পদক, সিজেএফবি সেরা পরিচালক ও ইমপ্রেস-অন্যদিন সেরা অভিনেতা, উল্লেখযোগ্য।
পেয়েছেন শিল্পকলার অভিনয় শাখায় তাঁর বিশেষ অবদান স্বরূপ বাংলাদেশ সরকার কর্তৃক মরণোত্তর একুশে পদক ২০২২। অভিনয় শিল্পে ও সংস্কৃতিঅঙ্গনে, যে উজ্জ্বল ও বলিষ্ঠ ভূমিকা রেখে গেছেন তার জন্য তিনি অবশ্যই স্মরণযোগ্য। অকাল প্রয়াত এই গুণী অভিনেতার প্রতি জানাই অশেষ অভিনন্দন এবং বিনম্র শ্রদ্ধা।
(তাঁর অভিনীত নাটকের বেশ কিছু সংলাপ এক সময় ব্যাপক জনপ্রিয়তা পায়। বিশেষ করে নব্বই দশকের নাটক 'রূপনগর'-এ ‘ছি ছি, তুমি এত খারাপ’ এই সংলাপটি তখনকার সময়ে টেলিভিশন দর্শকদের মুখে মুখে ফিরত।)এই গুনি অভিনয় শিল্পীর স্মরণে স্মৃতিচারণ মনে রাখার জন্যে মসদই গ্রামবাসী, মসদই যুবসমাজের সহযোগিতায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য জনাব মনিরুল ইসলাম কবির এর পৃষ্ঠপোষকতায় খালেদ খান স্মৃতি ফুটবল টুনামেন্ট ২০২৩ ইং অনুষ্ঠিত হতে যাচ্ছে। মসদই একটি ঐতিহ্যবাহী খেলাধুলার নাম রয়েছে। সেই ঐতিহ্যবাহী সুনাম ফিরিয়ে আনতে এ-ই আয়োজন করা হয়েছে বলে জানান মনিরুল ইসলাম কবির।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।