ওমর ফারুক রনি,গাইবান্ধাঃ
১১ বছর পর থেকে পুনরায় চালু হয়েছে গাইবান্ধা-দিনাজপুরগামী জনপ্রিয় ট্রেন রামসাগর এক্সপ্রেস।
আজ মঙ্গলবার দুপুর ১২ টায় গাইবান্ধার বোনারপাড়া রেলওয়ে স্টেশন থেকে আনুষ্ঠানিকভাবে রামসাগর এক্সপ্রেস ট্রেনটি উদ্বোধন করেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় রেলমন্ত্রী এ্যাড. নুরুল ইসলাম সুজন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি ও গাইবান্ধা ৩৩ (সাঘাটা -ফুলছড়ি) ৫ আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন।
দীর্ঘদিন পর ট্রেনটি পুনরায় চালু হওয়ায় আনন্দে ভাসছে উত্তরের তিন জেলা গাইবান্ধা, রংপুর এবং দিনাজপুরের মানুষ। আনন্দের পাশাপাশি স্বস্তি বিরাজ করছে তাদের মনে। তাদের আশা, এই ট্রেনের মাধ্যমে গাইবান্ধা থেকে রংপুর-দিনাজপুরগামী যাত্রীদের যেমন ভোগান্তি কমবে তেমন অর্থের সাশ্রয় হবে। বিভাগীয় শহরে যাওয়া আসা, শিক্ষাবোর্ড, অফিসের কাজসহ চিকিৎসার কাজে যাওয়া-আসায় ফিরবে এখন নতুন গতি।
গাইবান্ধা থেকে দিনাজপুরগামী রামসাগর এক্সপ্রেস ট্রেনটি রেল কর্তৃপক্ষ কোন নোটিশ ছাড়াই ২০১২ সালের ২৪ আগস্ট হঠাৎ করে চলাচল বন্ধ করে দেয়। সেই থেকে ট্রেনটি চালুর দাবিতে নানা আন্দোলন করে আসছিল স্থানীয়রা। গাইবান্ধা-০৫ আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপনের ঐকান্তিক প্রচেষ্টায় ট্রেনটি আবারো চালু হলো। ট্রেনটি চালু করা তার নির্বাচনী প্রতিশ্রুতির অংশ ছিল।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।