সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালিগঞ্জে রায়পুর নিজদেবপুর উন্নয়ন ফাউন্ডেশনের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন ,বাবলু সভাপতি ,মজনু সাধারণ সম্পাদক নির্বাচিত  কালিগঞ্জে রায়পুর নিজদেবপুর উন্নয়ন ফাউন্ডেশনের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন ,বাবলু সভাপতি ,মজনু সাধারণ সম্পাদক নির্বাচিত মুন্সিগঞ্জে টঙ্গীবাড়িতে পাঁচগাঁও ইউপি চেয়ারম্যান  সুমন হত্যা মামলা থেকে অব্যাহতি ও পূন: তদন্তে প্রকৃত আসামীদের মুন্সীগঞ্জে আনমনা প্রাঙ্গণের চিত্রাঙ্কন প্রতিযোগিতা সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্ককে বর্জ্য ও জলাশয় ব্যবস্থাপনা উন্নয়ন বিষয়ক কর্মশালা সাতক্ষীরা রেড ক্রিসেন্ট এর উদ্যোগে কম্বল বিতরণ বাকসাপ কর্তৃক লেখক পুরস্কার-২০২৫ নির্বাচিত হলেন যারা আজ শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিলে পুলিশের লাঠিচার্জ, সংবাদ কর্মীসহ আহত ৭ জন রাজগঞ্জ শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যাপীঠে বিআরডিবি অনুষ্ঠানে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম নওগাঁর মান্দায় এক বৃদ্ধকে পিটিয়ে জখম থানায় মামলা নিতে হয়রানের অভিযোগ

এদেশ জাতি ধর্ম নির্বিশেষে সকলের- উপমন্ত্রী হাবিবুন নাহার

আলী আজীম, মোংলা (বাগেরহাট)
  • আপডেট সময় বুধবার, ২৮ জুন, ২০২৩
  • ১৫৭ বার পঠিত

 

আলী আজীম, মোংলা (বাগেরহাট)

বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। মুক্তিযুদ্ধের সময় আমরা জাতি ধর্ম নির্বিশেষে সকলে দেশ রক্ষার্থে ঝাপিয়ে পড়েছিলাম। এদেশ জাতি ধর্ম নির্বিশেষে সকলের। ধর্মীয় উৎসব মানুষের মনের উদারতা বিকশিত করে। সম্প্রীতি ও ঐক্যের বন্ধনকে সুদৃঢ় করে।

বুধবার (২৮ জুন) বিকালে মোংলা উপজেলার সনাতনী ভক্ত বৃন্দের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ূ পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এসব কথা বলেন।

এ উপলক্ষ্যে একটি শোভা যাত্রা বের হয়। রথযাত্রা উপলক্ষে বর্নাঢ্য শোভা যাত্রার পাশাপাশি প্রসাদ বিতরণ, আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হয় রথযাত্রা। রথযাত্রা উৎসব উপলক্ষ্যে উপজেলার সনাতন ধর্মের বিভিন্ন সংগঠনগুলো ৯দিন ধরে নানা কর্মসূচির আয়োজন করে। বিকালে উল্টো রথযাত্রায় শত শত ভক্তের অংশ গ্রহণে জাকজমকপূর্ন হয়ে ওঠে। মন্দির থেকে রথ নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রায় শহর প্রদক্ষিণ করে।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ব্রাহ্মনমাঠ শ্রী শ্রী জগন্নাথ মন্দিরের প্রধান উপদেষ্টা সুনীল কুমার বিশ্বাস, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা নির্বাহী অফিসার দীপংকর দাস, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দিন, বাগেরহাট জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সাধারণ সম্পাদক ও মিঠাখালী ইউপি চেয়ারম্যান উৎপল কুমার মন্ডল, মোংলা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও বুড়িরডাঙ্গা ইউপি চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস, ১নং চাদপাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল্লা মোঃ তারিকুল ইসলাম, রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি পীযূষ কান্তি মজুমদার প্রমুখ।

উল্টো রথযাত্রার মধ্যদিয়ে শ্রী শ্রী জগন্নাথ দেবের ৯দিনব্যাপী রথযাত্রা উৎসব সমাপ্ত হয়েছে। এটি আবহমান বাংলার সনাতন ধর্মাবলম্বীদের একটি চিরন্তন ধর্মীয় উৎসব। প্রতি বছর চন্দ্র আষাঢ়ের শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথিতে শ্রী শ্রী যশোমাধবের রথযাত্রা উৎসব শুরু হয়। এর ৯ দিনের মাথায় অনুষ্ঠিত হয় উল্টো রথযাত্রা। বর্ষাঋতুর আগমনের শুরুতেই এই উৎসব গ্রামে-গঞ্জে নগরে বিপুলভাবে সর্বজনীন রূপ নেয়। উপজেলার মন্দিরগুলোয় এ অনুষ্ঠানকে ঘিরে বিভিন্ন অনাড়ন্বর আয়োজনের মধ্যদিয়ে এ শোভাযাত্রা শুরু হয়। আজ উল্টো রথযাত্রার মধ্যদিয়ে ৯দিনের উৎসব সমাপ্ত হয়।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।