শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০১:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে আনমনা প্রাঙ্গণের চিত্রাঙ্কন প্রতিযোগিতা সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্ককে বর্জ্য ও জলাশয় ব্যবস্থাপনা উন্নয়ন বিষয়ক কর্মশালা সাতক্ষীরা রেড ক্রিসেন্ট এর উদ্যোগে কম্বল বিতরণ বাকসাপ কর্তৃক লেখক পুরস্কার-২০২৫ নির্বাচিত হলেন যারা আজ শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিলে পুলিশের লাঠিচার্জ, সংবাদ কর্মীসহ আহত ৭ জন রাজগঞ্জ শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যাপীঠে বিআরডিবি অনুষ্ঠানে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম নওগাঁর মান্দায় এক বৃদ্ধকে পিটিয়ে জখম থানায় মামলা নিতে হয়রানের অভিযোগ রায়পুরাতে ভ্রাম্যমাণ আদালতকে লক্ষ্য করে গুলি বোয়ালখালী ভাণ্ডালজুড়ির পানি চায় সিডিএ মধুখালীতে শীতের পুরান কাপড় বাজারে ক্রেতার ভিড়

এবার দুর্ঘটনাহীন অন্যরকম ঈদ পঞ্চগড়ে

বদরুদ্দোজা প্রধান, পঞ্চগড় প্রতিনিধিঃ
  • আপডেট সময় শনিবার, ২২ জুন, ২০২৪
  • ১০২ বার পঠিত

 

 

বদরুদ্দোজা প্রধান, পঞ্চগড় প্রতিনিধিঃ

উত্তরের জেলা পঞ্চগড়ের মহাসড়ক এবং গ্রামীণ সড়কগুলোতে দুর্ঘটনায় প্রতিবছর অনেক মানুষ মৃত্যুবরণ করে । এজন্য এই জেলাকে কে দুর্ঘটনা প্রবল জেলা হিসেবে গন্য করা হয়। বিশেষ করে ঈদ আসলেই চলাচলে অসচেতনার জন্য প্রতিবছর মৃত্যুর ঘটনা ঘটে। গত ঈদুল ফিতরের সময় সড়ক দুর্ঘটনায় অন্তত: ৭ জন নিহত হয়। এদের মধ্যে ঈদের দিনই নিহত হয় ৪ জন। অন্যরা ঈদের দু/তিন দিনের মধ্যে মৃত্যু বরণ করে। সড়কে অতিরিক্ত গতি এবং অসচেতনতার জন্যই এসব মৃত্যুর ঘটনা ঘটে। কিন্তু এবারের ঈদুল আযহা ব্যাতিক্রম। নির্বিঘ্নে এবং সড়কে নিরাপদে ঈদের আনন্দ উদযাপন করেছে জেলাবাসী। বাংলাদেশ সড়ক পরিবহন কতৃপক্ষের পঞ্চগড় জেলা অফিস সূত্রে জানাগেছে ঈদকে সামনে রেখে সড়ক নির্বিঘ্ন ও নিরাপদ করার জন্য ঈদের কয়েকদিন আগে থেকেই মাঠে নামে জেলা প্রশাসন, ট্রাফিক বিভাগ ও হাইওয়ে পুলিশ। বিআরটিএ এই বিশেষ অভিযানে নেতৃত্ব দেয়। পন্যবাহী যানবাহনে যাত্রী পরিবহন, ফিটনেসবিহীন যানবাহন, মহাসড়কে নসিমন করিমন, ভটভটি, থ্রি হুইলার, হেলমেটবিহীন মোটরসাইকেল,একের অধিক আরোহী নিয়ে চালিত মোটরসাইকেল ও অতিরিক্ত গতির যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা শুরু করেন তারা। এই অভিযান এখনো অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বিআরটিএ কতৃপক্ষ । সংশ্লিষ্টদের এই তৎপরতা ও নির্বিঘ্ন নিরাপদ সড়কের জন্য খুশি জেলাবাসি। পঞ্চগড় বিআরটিএ’র মোটরযান পরিদর্শক মো. রেজোয়ান শাহ্ জানান আমরা রাত দিন সড়কে ছিলাম। মানুষ যাতে ঈদে নিরাপদ আনন্দ উপভোগ করতে পারে এ জন্য সংশ্লিষ্ট সবাই সচেষ্ট ছিলাম। তাই এবার দুর্ঘটনা ঘটেনি। বিআরটিএ পঞ্চগড় সার্কেলের সহকারী পরিচালক তন্ময় কুমার ধর জানান, ঈদকে সামনে রেখে আমরা বিশেষ অভিযান পরিচালনা করেছি। এখনো এই অভিযান অব্যাহত আছে।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।