দেবহাটা প্রতিনিধিঃ
ঈদুল ফিতর উপলক্ষে এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে ঈদ উপহার প্রদান করা হয়েছে। সোমবার (৮ এপ্রিল) নলতাস্থ এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানে এমজেএফ’র নির্বাহী পরিচালক আজহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বিদ্যালয়ের দাতা সদস্য আনিছুজ্জামান খোকন। বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসের সুপারভাইজার হেমায়েতউদ্দীন, সমাজসেবক ও তরুন নেতা খাদেমুল ইসলাম তুুফান, বীর মুক্তিযোদ্ধা সহিলউদ্দীন, বাশারাত হোসেন, সাবেক সেনা ওয়ারেন্ট অফিসার রেজাউল ইসলাম। অনুষ্ঠানে এমজেএফ বিশেষ প্রতিবন্ধী স্কুলের শিক্ষক শাহ আলম শাহীন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও দেবহাটা প্রেস ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুুল্লাহ, সাদ্দাম হোসেন, রহিমা খাতুন, উম্মে শাখওয়া শারমিন রানী, আবুল হোসাইন, শাহিনুর রহমান, আবু রায়হান সহ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দরা। অনুষ্ঠানে প্রায় শতাধিক শিক্ষার্থীর মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
দেবহাটায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংগঠন দরদি’র কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ইফতার
দেবহাটা প্রতিনিধি: বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংগঠন দরদি এর উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ এপ্রিল) পারুলিয়া বাসস্টান্ডস্থ এস,ই ম্যানশনের ৩য় তলায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব ও দরদি সংগঠনের কার্যনির্বাহি উপদেষ্টা মোঃ সফিকুল আহম্মদ। বিশেষ অতিথি ছিলেন সেতু মন্ত্রণালয়ের উপ-সচিব ও কার্যনির্বাহী উপদেষ্টা মো.আবুল হাসান, ঢাকা মেট্রোপলিটনের আনসার প্রধান শাহাদাত হোসেন বিরু, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি। দরদি’র সাধারণ সম্পাদক নাজমুল আহসান ও ঢাকা জেলা জর্জ কোর্টের অ্যাডভোকেট এবং সংগঠনের সহ-সভাপতি সুমাইয়া জেবিন মিশু’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, সরকারি কেবিএ কলেজের অধ্যক্ষ প্রফেসর অলোক কুমার ব্যানার্জি, সংগঠনের স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা ও সখিপর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, উচ্চ মাধ্যমিক-বিশ্ববিদ্যালয় সম্পর্কিত উপদেষ্টা হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়ার মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, সরকারি কেবিএ কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মনিরুজ্জামান মহসিন, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) এর সাবেক সদস্য পরিচালক ডাঃ এসএম খলিলুর রহমান, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্ল্যা, জনসংযোগ ও গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা জিএম সিরাজুল ইসলাম, প্রচার ও প্রকাশনা বিষয়ক উপদেষ্টা ও দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, ছাত্রী বিষয়ক উপদেষ্টা শারমিন সুলতানা (মৌলি), স্থানীয় প্রশাসন বিষয়ক উপদেষ্টা ও ৪৩ ক্যাডার (এএসপি) সুপারিশকৃত তানভীর আহমেদ, জননিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ও ৪১ বিসিএস (এএসপি) সুপারিশকৃত মাসুম বিল্লাহ, দরদি’র প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আল মামুন, দরদি’র সভাপতি নাসিম হাসান প্রমুখ। দোয়া পরিচালনা করেন ধর্ম বিষয়ক উপদেষ্টা হুজ্জাতুল ইসলাম জনাব ইউনুস আলী গাজী। অনুষ্ঠানে দেবহাটা উপজেলা থেকে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, মেডিকেলে চান্সপ্রাপ্ত ৬২ জন শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও শুভেচ্ছা সনদ প্রদান করা হয়।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।