বদরুদ্দোজা প্রধান, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষকদের এমপিও ভুক্তির দাবি ও ঢাকা শিক্ষা ভবনের সামনে কর্মসূচীতে শিক্ষকদের উপর পুলিশের আতর্কিত হামলার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন বেসরকারি কলেজে কর্মরত অনার্স মাস্টার্স বিষয়ের শিক্ষক কর্মচারীরা অংশ নেয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি দেয়া হয়। স্মারক লিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) সোহেল সুলতান জুলকার নাইন কবির (স্টিভ) । বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স- মাস্টার্স শিক্ষক ফেডারেশন পঞ্চগড় জেলা শাখা এই মানববন্ধন আয়োজন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি জাহেদুল ইসলাম, সাধারন সম্পাদক আব্দুল মালেক প্রমুখ ।