আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ
দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য, লায়লা পারভীন সেঁজুতি এমপি মনোনীত হয়ে প্রতিদিন বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের খোঁজখবর নিয়ে চলেছেন।
রোববার (১৭ মার্চ) দুপুরে
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন দ্য এডিটরস সম্পাদক ও দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল ওয়াজেদ কচির শারীরিক অবস্থার খোঁজখবর নিতে যান,
এসময় তার সাথে ছিলেন দৈনিক পত্রদূতের চিফ রিপোর্টার আব্দুস সামাদ, বাসসের জেলা প্রতিনিধি দিদারুল আলম প্রমুখ।
প্রসঙ্গত, হার্টের সমস্যাজনিত কারণে প্রবীণ সাংবাদিক শেখ আব্দুল ওয়াজেদ কচিকে গত ১৪ মার্চ সাতক্ষীরা মেডিকেলের সিসিইউতে ভর্তি করা হয়। একই সাথে তিনি কোমরের একটি হাড় ভেঙে যাওয়াসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন।
এর আগে ১৬ মার্চ সাবেক সাংসদ এ এফ এম এন্তাজ আলীর বাড়িতে যান, সাবেক সাংসদ এন্তাজ আলীর স্ত্রী ও সন্তানদের সাথে কুশল বিনিময় করেন, একই দিনে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম সাথে সৌজন্য সাক্ষাৎ করেন, পৌর শহরের সুলতানপুরস্থ জেলা আওয়ামী লীগের সাবেক বর্ষীয়ান রাজনীতিবিদ প্রয়াত বীরমুক্তিযোদ্ধা শেখ আবু নাসিম ময়না, শেখ আসিফ ইকবাল হীরক, সাবেক জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মীর খোকন, সাবেক সাংসদ সৈয়দ কামাল বখত সাকীর স্ত্রী ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্রর মাতা খুখু রাণীর করব জিয়ারত করেন।
এরপর জেলা আওয়ামী লীগ নেতা এড. শামসুর রহমান, মমতাজুন নাহার ঝর্ণা’র পারিবারিক কবরস্থানে হাজির হয়ে তাদের কবর জিয়ারত করেন।
সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহাজান আলীর পিতা প্রয়াত সাবেক আওয়ামী লীগ নেতার মো. আব্দুস সালাম,
এছাড়া অসুস্থ্য সাবেক পৌর কাউন্সিলর ও জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. আজিবর রহমানের খোঁজ নিতে তার বাড়িতে হাজির হন।
এসময় সেঁজুতি এমপির সাথে ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ হ ম তারেক উদ্দীন, মহিলা বিষয়ক সম্পাদক সিমুন সামস্, সদস্য এড. জিয়াউল ইসলাম বাচ্চু, নাজমুন আসিফ মুন্নি, জেলা কৃষক লীগের সহ-সভাপতি এড. আল মাহমুদ পলাশ, সাংবাদিক দিদারুল ইসলামসহ পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।