মোঃ আরিফুজ্জামান সাগর, নিজস্ব প্রতিনিধিঃ
২০২৩ এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাংকিং টুর্নামেন্ট, স্টেজ-০১, গত ১৪ হতে ১৯ মার্চ-২০২৩খ্রিঃ তারিখ পর্যন্ত তাইওয়ান, চাইনিজ তাইপে’তে অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে বাংলাদেশ আর্চারি ফেডারেশনের ব্যবস্থাপনায় বাংলাদেশ আর্চারি টীম রিকার্ভ ও কম্পাউন্ড ডিভিশনে অংশগ্রহণ করে। উক্ত ২০২৩ এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাংকিং টুর্নামেন্ট, স্টেজ-০১ এ বাংলাদেশ পুলিশ আর্চারি ক্লাব থেকে মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল (রিকার্ভ ডিভিশন), মোহাম্মদ আশিকুজ্জামান (কম্পাউন্ড ডিভিশন) ও শ্যামলী রায় (কম্পাউন্ড ডিভিশন) থেকে অংশগ্রহণ করে।
টুর্নামেন্টে একক, দলগত ও মিশ্র ইভেন্টে খেলো পরিচালিত হয়। রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে ইলিমিনেশন রাউন্ডের কোয়ার্টার ফাইনাল খেলোয় বাংলাদেশ (মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ও দিয়া সিদ্দিকী) ৬-২ সেটে মালয়েশিয়াকে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়। সেমি ফাইনালে (মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ও দিয়া সিদ্দিকী) ৫-১ সেটে অস্টেলিয়াকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। ফাইনালে (মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ও দিয়া সিদ্দিকী) ৫-৩ সেটে কাজাখস্তান (ইলিয়াসোভা আলিনা ও আব্দুললিন ইলফাত) কে পরাজিত করে স্বর্ণপদক জয়লাভ করে।
রিকার্ভ পুরুষ একক ইভেন্টে মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ৬-৪ সেটে কাজাখস্তান এর আব্দুললতিন ইলফাত কে পরাজিত করে ব্রোঞ্জ মেডেল জয়লাভ করে।
বাংলাদেশ পুলিশ আর্চারি ক্লাবের খেলোয়াড়দের এ স্বর্ণজয়ে বিশ্ব দরবারে বাংলাদেশ ও বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। মোহাম্মদ হাকিম আহমেদ রুবেলের এ অর্জনে জনাব মোঃ মনিরুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম (বার), অতিরিক্ত আইজি, স্পেশাল ব্রাঞ্চ, মালিবাগ, ঢাকা ও সভাপতি, বাংলাদেশ পুলিশ আর্চারি ক্লাব মহোদয় ও জনাব গাজী মোঃ মোজাম্মেল হক, বিপিএম, অতিরিক্ত ডিআইজি (ডেভেলপমেন্ট) পুলিশ হেডকোয়ার্টাস, ঢাকা ও সম্পাদক, বাংলাদেশ পুলিশ আর্চারি ক্লাব মহোদয় মোহাম্মদ হাকিম আহমেদ রুবেলকে অভিনন্দন জানিয়েছেন।
এছাড়াও মোহাম্মদ হাকিম আহমেদ রুবেলের এ অর্জনে পুলিশ আর্চারি ক্লাবের সহ-সভাপতি জনাব সৈয়দ নুরুল ইসলাম, বিপিএম (বার) পিপিএম, ডিআইজি, ঢাকা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, পুলিশ আর্চারি ক্লাবের সম্মানিত সদস্য জনাব মোহাম্মদ হারুন অর রশীদ, বিপিএম (বার), পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা), ঢাকা মেট্টোপলিটন পুলিশ, ঢাকা, সম্মানিত সদস্য জনাব মিয়া মাসুদ করিম, এ্যাডিশনাল ডিআইজি (হেডকোয়ার্টার্স) বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা, সম্মানিত সদস্য জনাব মোঃ বরকতুল্লাহ খান, বিপিএম, অতিঃ ডিআইজি (ডেভেলপমেন্ট এন্ড ফিন্যান্স), হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা, সম্মানিত সদস্য জনাব সানা শামীনুর রহমান, অতিঃ ডিআইজি (ইন্টেলিজেন্স), বাংলাদেশ পুলিশ ইন্ডাষ্ট্রিয়াল পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা, সম্মানিত সদস্য জনাব বিপ্লব কুমার সরকার, বিপিএম (বার), পিপিএম, যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) ডিএমপি, ঢাকা, সম্মানিত সদস্য জনাব লিটন কুমার সাহা, বিপিএম, পিপিএম (বার), যুগ্ম পুলিশ কমিশনার (ট্রান্সপোর্ট) ডিএমপি, ঢাকা, সম্মানিত সদস্য জনাব গোলাম মোস্তফা রাসেল, পিপিএম (বার) পুলিশ সুপার, নারায়নগঞ্জ জেলা, সম্মানিত সদস্য জনাব মোঃ আঃ আহাদ, বিপিএম-সেবা, পিপিএম (বার), উপ-পুলিশ কমিশনার (গুলশান), ডিএমপি, ঢাকা, সম্মানিত সদস্য জনাব হায়াতুল ইসলাম খান, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (মতিঝিল), ডিএমপি, ঢাকা, ও সম্মানিত সদস্য জনাব মোশাররফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডেভেলপমেন্ট) মহোদয় অভিনন্দন জানিয়েছেন।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।