জয়ন্ত সাহা যতন,স্টাফ রিপোর্টারঃ
সদ্য প্রকাশিত এসএসসি-২২ পরীক্ষার ফলাফলে শতভাগ পাশ ও অংশগ্রহণকারী ৪৪জন শিক্ষার্থীদের মধ্যে ৩৫ জন শিক্ষার্থী(জিপিএ-৫)এবং ৯জন শিক্ষার্থী (এ-গ্রেড) অর্জন উপলক্ষে বিজয় উল্লাসে আনন্দ র্যালী করেছে সুন্দরগঞ্জের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বামনডাঙ্গা শিশু নিকেতন এন্ড মডেল হাইস্কুলের শিক্ষক শিক্ষার্থীরা।
মঙ্গলবার(২৯নভেম্বর)সকালে বামনডাঙ্গা শিশু নিকেতন এন্ড মডেল হাইস্কুল প্রাঙ্গণ থেকে একটি আনন্দ র্যালী বের হয়ে বামনডাঙ্গার প্রধান প্রধান সড়ক প্রদর্শন করে আনন্দ উল্লাস করেছে।আনন্দ র্যালীতে ঐস্কুলের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা অংশগ্রহণ করেন।
এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী মীম আক্তার বলেন, সহপাঠীদের আন্তরিকতা এবং স্কুলের শিক্ষকদের সুষ্ঠু পরিবেশে মানসম্মত পাঠদানে আজ আমাদের এ ফলাফল।
ঐস্কুলের এক অভিভাবক সাইদুর রহমান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক স্টাস্ট্যাসে লিখেছেন,(হুবুহু স্টাস্ট্যাসটি তুলে ধরা হলো) আলহামদুলিল্লাহ্,,,
আমার ছেলে মোঃ মাহমুদুল হাসান (নিরব) বামনডাঙ্গা শিশু নিকেতন এন্ড মডেল হাই স্কুল থেকে, "গোল্ডেন GPA-5" পেয়েছে। আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। আমি অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব আবুল কাশেম স্যার ও সহকারী সকল শিক্ষক শিক্ষিকার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। স্পেশাল ভাবে ধন্যবাদ জানাই মাধ্যমিক শাখার সম্মানিত পরিচালক, জনাব ফারুকুল ইসলাম ফারুক স্যারকে। এ কৃতিত্ব কখনো ভোলার নয় তাই সব কৃতিত্ব অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সহকারী অধ্যক্ষ জনাব ইনজামাম আজমসহ সকল শিক্ষক শিক্ষিকার নামে উৎসর্গ করছি।
আমি অত্র প্রতিষ্ঠানের উত্তরোত্তর সফলতা কামনা করছি।
বামনডাঙ্গা শিশু নিকেতন এন্ড মডেল হাইস্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক আবুল কাশেম জানান,২২বছর আগে আমি এই স্কুলটি প্রতিষ্ঠা করি। হাটিহাটি পা পা করে অনেক বাঁধা-বিপত্তি পেরিয়ে সকলের ভালোবাসায় আজ এপযর্ন্ত এসেছি।বাণিজ্য নয় প্রতিটি শিশু জ্ঞান-শৃঙ্খলা, আচার- আচরণ, সাংস্কৃতিক কর্মকাণ্ড, ধর্মীয় এবং মানবীয় গুণাবলীতে বেড়ে উঠে শুধু দেশে নয় ; বিশ্ব সভ্যতায় যাতে অবদান রাখতে পারে সেই লক্ষ্যেই আমি বামনডাঙ্গা শিশু নিকেতন এন্ড মডেল হাইস্কুটি পরিচালনা করে আসছি।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।