আজহারুল ইসলাম সাদী, সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ
এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। বাংলা প্রথম পত্রের এ পরীক্ষায় নলতা মাদ্রাসা কেন্দ্রে একজন শিক্ষার্থী নকল করার দায়ে বহিস্কৃত হয়েছে। এছাড়া এ পরীক্ষায় ২শ’ ৭৪ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।
সাতক্ষীরা জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এবছর সাতক্ষীরা জেলার ২৮টি এসএসসি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৬ হাজার ৯শ’ ০৭ জন। তবে এ পরীক্ষায় অনুপস্থিত ছিল ৯২ জন। দাখিল পরীক্ষার ১২ টি কেন্দ্রে পরীক্ষার্থী ছিল ৫ হাজার ৩শ’ ৭৭ জন। এ পরীক্ষায় নকল করার দায়ে একজনকে বহিস্কার করা হয়েছে। এছাড়া অনুপস্থিত ছিল ১শ’৬৬জন। ৮টি এসএসসি (ভোকেশনাল) কেন্দ্রে পরীক্ষার্থী ছিল ১ হাজার ১শ’ ১৬ জন। এ পরীক্ষায় অনুপস্থিত ছিল ১৬ জন।
জেলা শিক্ষা অফিসার শাহাজাহান কবির এসব তথ্য নিশ্চিত করে বলেন, এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে।