জয়ন্ত সাহা যতন,স্টাফ রিপোর্টারঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ ও সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ২০১৯ ব্যাচের শিক্ষার্থী মোঃ আসাদ মন্ডল এবং তার ছোট ভাই তনু মন্ডল এর উপর এসিড নিক্ষেপকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক দাবিতে গাইবান্ধার সুন্দরগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(৮অক্টোবর) সকাল ১১টায় সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ২০১৯ব্যাচের শিক্ষার্থী ও সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে উপজেলার বাহির গোলা মসজিদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘন্টা ব্যাপী চলমান মানববন্ধনে অপরাধীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে বক্তব্য রাখেন,ছাত্রলীগ নেতা সুমন মিয়া,মাইদুল মিয়া,শিক্ষার্থী সাঈদ হাসান শান্ত,এনামুল হক বিজয়,হাসিবুল রহমান হাসিব,হাবিব মিয়া,ফুয়াদ মিয়া,আলামিন মিয়া প্রমূখ।
[caption id="attachment_15168" align="alignnone" width="300"] মানববন্ধনে শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে আরো বক্তব্য রাখেন সুন্দরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ নাসরিন সুলতানা রেখা।এসময় তিনি বলেন,আগামী ৭২ ঘন্টার মধ্যে দুই ভাইয়ের শরীরের এসিড নিক্ষেপকারীদের গ্রেফতার সহ দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা না হলে আগামীতে কঠোর কর্মসূচি সহ বিক্ষোভের পথে হাটবে সাধারণ শিক্ষার্থীসহ সুন্দরগঞ্জবাসী।[/caption]
[caption id="attachment_15167" align="alignnone" width="300"] উল্লেখ গত ২৯'সেপ্টেম্বর (বৃহস্পতিবার) গাইবান্ধার সুন্দরগঞ্জের সর্বানন্দ ইউনিয়নের উত্তর সাহাবাজ গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জেরে আসাদ মিয়া (২০) ও আশিকুর রহমান তনু (১৫) নামে দুই সহোদরকে অ্যাসিড নিক্ষেপ করে দগ্ধ করার অভিযোগ উঠেছে আপন চাচা সুমন মিয়ার বিরুদ্ধে।অভিযুক্ত সুমন মিয়া ওই গ্রামের বাবর আলী মন্ডলের ছেলে।[/caption]
এসিডে দগ্ধ আসাদ মিয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষ ও আশিকুর রহমান তনু সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। তারা একই গ্রামের ফিরোজ মিয়ার ছেলে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।