আলহাজ্ব মোঃ মিজানুর রহমান চৌধুরী,নিজস্ব প্রতিনিধিঃ
এস এস সি প্রাণের ব্যাচ ৯৩ সারা বাংলাদেশের ছয় হাজার বন্ধুদেরকে নিয়ে খুবই সুন্দর ও ভালো আয়োজনে করা হয়েছে । প্রাণের ব্যাচ ৯৩ বন্ধু, মানবিক, বিশিষ্ট কবি, সমাজ সেবক, বন্ধু প্রিয়, এডমিন মোঃ মিরাজ হোসেন বলেন সাসম্প্রতিক কালের সর্ববৃহৎ ব্যাচ ভিত্তিক বন্ধুদের জমায়েত । বন্ধুদের রিইউনিয়ন সার্থকতার কৃতিত্ব সমগ্র বাংলাদেশের ৯৩ ব্যাচের বন্ধুরা। সাত সহস্রাধিক বন্ধু এবং প্রায় ৬০০ স্বেচ্ছাসেবকদের নিয়ে এই মিলনমেলা সার্থক করতে যারা অক্লান্ত পরিশ্রম করেছে তাদের প্রতি বিনম্র কৃতজ্ঞতা জানাই।
কোন কিছুই নিখুঁত নয় । আমরাও এর ব্যতিক্রম নই ।
তবে ভালোবাসা এবং প্রচেষ্টার কমতি ছিল না এক চিমটিও । বন্ধুত্বের নিদর্শন হোক মানবিকতায়, হাতে হাত বাড়িয়ে দেওয়ায়।
সাংবাদিক বন্ধু মোঃ মিজানুর রহমান চৌধুরী বলেন , প্রাণের ব্যাচ ৯৩ সঠিক এডমিন ও মডারেটর নিয়ে গঠন করেছে, খুবই সুন্দর আয়োজন করেছে, সকল বন্ধু খুশি ও আনন্দিত হয়েছে, যেমন, রিসোর্ট , সকালের নাস্তা, দুপুরের খাবার, মাছ ভাজা, মুরগির রোস্ট, খাশির মাংস, বিকালের নাস্তা, মাই টিভির বন্ধু মোঃ রিপনের উপস্থাপনায় তার দল নিয়ে খুবই চমৎকার অভিনয় করেছে সকল শিল্পী, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ সকল আয়োজন ছিল চমৎকার।
বন্ধু মোঃ আলাউদ্দিন , বন্ধু ইঞ্জিনিয়ার মোঃ শরীফ, বন্ধু মোঃ সাবউদ্দিন , বন্ধু মেজর মোঃ আহসান, বন্ধু রোমানা , ম্যানেজার হাবিব জেনারেল হাসপাতাল জোড় পুকুর গাজীপুর জয়দেবপুর, বন্ধু নুরুন নাহার, সিনিয়র নার্স শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ , বন্ধু মোঃ সাকু মুসলী মির্জাপুর , বন্ধু ফেরদৌসী আক্তার গাজীপুর, বন্ধু নুরজাহান আক্তার গাজীপুর, বন্ধু বিলকিস আক্তার কেয়া গাজীপুর, বন্ধু সাংবাদিক মোঃ মনিরুজ্জামান অপূর্ব , বন্ধু শারমিন মিরপুর, বন্ধু লিজেন্ড ঢাকা , বন্ধু রওশনারা ক্যান্টনমেন্ট ঢাকা, আশানুল হক জামালপুর, বন্ধু কোহিনুর ঢাকা, বন্ধু সালমা ঢাকা, বন্ধু আকিকুন নাহার আখিঁ উওরা ঢাকা, বন্ধু শাহানাজ শারমিন লতা সাভার , বন্ধু মোঃ আব্দুল গাফফার,
বন্ধু মোঃ জিন্নাত হোসেন খিলক্ষেত ঢাকা, বন্ধু মোঃ আবুল হাসেম মিরপুর ১০, বন্ধু কাজী রিয়েল রামপুর ঢাকা, মানবিক বন্ধু মোঃ রফিকুল ইসলাম ৩২ নং ওয়ার্ড কাউন্সিলর গাজীপুর , বন্ধু পলি বাড্ডা , রিতা পারভীন মোরশেদা সাভার, বন্ধু মুক্তা রাজশাহী , বন্ধু নিলুফার ইয়াসমিন রংপুর, বন্ধু নীলা পারভীন রংপুর ডিসি অফিস সহ সকল বন্ধু মতামত দিয়েছে খুবই সুন্দর আয়োজন করেছে প্রাণের ব্যাচ ৯৩, অভিনন্দন ও শুভেচ্ছা দিয়েছে প্রাণের ব্যাচ ৯৩ সকল সন্মানীত বন্ধু এডমিন ও মডারেটরকে । শিল্প মালঞ্চ রিসোর্ট চন্দ্রা চৌরাস্তা গাজীপুর জেলা । এরকম অনুষ্ঠান আবারো উপহার পাবো আসা রাখি প্রাণের ব্যাচ ৯৩ থেকে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।