মুন্নি আক্তার, নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রাম মহানগর ও উত্তর-দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দিতে ঐতিহাসিক পলোগ্রাউন্ডে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। রোববার (৪ ডিসেম্বর) বিকেল ৩টা ৫ মিনিটে তিনি এসে পৌঁছালে জনসভা শুরু হয়।
সমাবেশ শুরু আগেই চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে পলোগ্রাউন্ডে জড়ো হতে থাকেন আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কানায় কানায় পূর্ণ হয়ে যায় পুরো ময়দান।
ময়দানের বাইরে আশাপাশের সড়কগুলোতেও বিপুলসংখ্যক নেতাকর্মী অবস্থান করছেন।
ঢাক-ঢোল, বাজনার তালে তালে নেচে গেয়ে জনসভা মাঠে আসেন তারা।
বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা গায়ে নানা রঙের রঙ্গিন জামা, মাথায় ক্যাপ পরে আসেন। বিভিন্ন ইউনিটের রঙ্গিন পোশাকের বর্ণিল রঙে সেজেছে পুরো মাঠ ও আশপাশের বিভিন্ন সড়ক।
পলোগ্রাউন্ড ময়দানের পশ্চিম প্রান্তে ১৬০ ফুট দৈর্ঘ্যের নৌকা প্রতিকৃতির ওপর নির্মাণ করা হয়েছে বিরাট মঞ্চ। লাল-নীল, সবুজ, সাদা, হলুদসহ রঙ বেরঙের রঙ্গিন বেলুনে বর্ণিল সাজে সাজানো হয়েছে পুরো মাঠ।