আব্দুল্লাহ আল মামুন,নিজস্ব প্রতিবেদক:
পবিত্র ওমরাহ হজ পালনের করতে নিয়ম আরও সহজ করলো সৌদি আরবের হজ এবং ওমরাহ মন্ত্রণালয়। এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ওমরাহ পালনের সুবিধার্থে ইলেকট্রনিক বা ই-ভিসা চালু করা হয়েছে। বুধবার (৫ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছ মন্ত্রণালয়টি।
সৌদি ভিশন ২০৩০ এর লক্ষ্য অর্জনের জন্য ওমরাহ পরিষেবার মান বাড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। চলতি মাসের ১৯ তারিখ থেকে ওমরাহ পালনে সৌদিতে আসতে শুরু করবেন মুসল্লিরা। তার আগেই এই নিয়ম চালু হলো।
ই-ভিসার আওতায় আরও কয়েক ধরনের সুবিধা নিতে পারবেন যাত্রীরা। ৬৩ শতাংশ ইন্সুরেন্স ফি কমানো হয়েছে। যদিও স্বাস্থসেবায় কোনও কমতি থাকবে না। আবেদনের ২৪ ঘণ্টায় পাওয়া যাবে ভিসা। মেয়াদ ৩০ দিন থেকে বাড়িয়ে ৯০ দিন করা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ।
গাল্ফ কো-অপারেশন কাউন্সিল অব আরব স্টেটভুক্ত দেশের ট্যুরিস্ট ভিসাধারী এবং সেনজেন ভিসাধারীরা নুসুক অ্যাপসের মাধ্যমে ওমরার অনুমতি নিতে পারবেন বলে সম্প্রতি জানিয়েছে সৌদি আরবের হজ এবং ওমরাহ মন্ত্রণালয় ।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।