মোঃ জমির উদ্দীন,তালা (সাতক্ষীরা) ভ্রাম্যমান প্রতিনিধিঃ
পরিদর্শক জনাব আব্দুল্লাহ্ আস্ সাদিকের দিকনির্দেশনায় ঢাকা বণ্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের সদস্য শেখ জসিমের নেতৃত্বে গত তাং ০১/১২/২০২২/ বৃহস্পতিবার সকাল ০৯টার খুলনা জেলার পাইকগাছা উপজেলার কপিলমুনি সংলগ্ন কাশিমনগর গ্রাম থেকে কচ্ছপ বিক্রেতা সুনীল বিশ্বাস , পিতা : মৃত বিনোদ বিশ্বাস , গ্রাম : কাশিমনগর , পাইকগাছা , খুলনা এর নিকট থেকে স্থানীয় ইউপি সদস্য জনাব রবীন্দ্রনাথ অধিকারীর উপস্থিতিতে দুই প্রজাতির ১৪টি দেশিয় প্রজাতির সুন্ধি ও কড়িকাট্টা কচ্ছপ উদ্ধার করা হয় ।
উদ্ধারকৃত কচ্ছপ গুলি প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়।
কচ্ছপ উদ্ধার ও অবমুক্ত কার্যক্রম পরিচালনা করেন মিশনের যুগ্ন সাধারণ সম্পাদক শেখ জসিম , বণ্যপ্রাণী উদ্ধার ও ব্যবস্থাপনা সম্পাদক সেলিম শেখ , অর্থ সম্পাদক শেখ রেদওয়ান উল ইসলাম , দপ্তর সম্পাদক ইউনুস আলী।