মোঃ জমির উদ্দীন,ভ্রাম্যমান প্রতিনিধি,তালা সাতক্ষীরাঃ
বন্যপ্রাণী অধিদপ্তর এর পরিদর্শক জনাব আব্দুল্লাহ্ আস্ সাদিকের দিকনির্দেশনায় ঢাকা বণ্যপ্রাণী অপরাধ দমন ইউনিট সদস্য শেখ জসিমের নেতৃত্বে গত ০১ ডিসেম্বর ২০২২ ইং তারিখ রাত ১০ ঘটিকায় খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার মাগূরখালী ইউনিয়নের মাগূরখালী গ্রামের দক্ষিণ পাড়া সংলগ্ন বিল থেকে পরিযায়ী পাখি শিকারের সাউন্ড সিস্টেম ( দুটি মাইক , একটি হ্যামকো ব্যাটারি , একটি সাউন্ড বক্স , দুটি সাউন্ড সিস্টেম সেট , একটি ছোট বক্স , একটি কন্ট্রোল রিমোট , ১০০ গজ কারেন্ট তার , দীর্ঘ ফাঁস জাল , কারেন্ট জাল , উড়ো জাল ও সরঞ্জাম ) উদ্ধার করা হয়।
উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন মিশনের সাধারণ সম্পাদক রাশেদ বিশ্বাস , যুগ্ন সাধারণ সম্পাদক শেখ জসিম , বণ্যপ্রাণী উদ্ধার ও ব্যবস্থাপনা সম্পাদক সেলিম শেখ , অর্থ সম্পাদক শেখ রেদওয়ান উল ইসলাম , দপ্তর সম্পাদক ইউনুস আলী ও শাহিনুর ইসলাম।