কথা দিলাম
— বিউটি দাশ
হয়তো সেদিনও বৃষ্টি হবে,
যেদিন তুমি ভিজবে কোনো রাজপ্রাসাদের ছাদে,
আর আমি ভিজব মাটির কবরে।
চিরঘন সবুজ অরণ্যের মাঝে।
কবর থেকে উঠে কোনো রূপী নারীতে, খোলা চুলে অঙ্গে ভেজা সাদা শাড়িতে।
নির্ভয়ে নামতে পারবে,
আমার সবুজ ঘন অরণ্যের কবরে।
কথা দিলাম ছুঁতে দেব,
একবার নামো অঝোর ধারায় ঝরতে দেব।
অতৃপ্ততার ক্লান্তে কাঁপা মরণহীন আত্মার স্বপ্নের তপ্ত বুকে,
পৌঁছে দেব অপূর্ণতার গভীর সুখে।
করুণাধারায় একবার এসো,
শ্রাবণধারার অঙ্গে আমায় জড়িয়ে ভাসো।
কথা দিলাম ছুঁতে দেব সারা শরীর,
প্রেম পিয়াসী বৃষ্টিতে প্রেমের অঙ্গীকার প্রেমির।