প্রশান্ত বিশ্বাস,যশোর প্রতিনিধিঃ
কনকনে শীত উপেক্ষা করে যশোরের বাঘার পাড়ার উপজেলা ধলগ্রাম ইরি ও বোরো ধানের চারা রোপণে ব্যাস্ত সময় পার করছে কৃষকেরা এই প্রচন্ড শীত ও ঘনো কুয়াসা কাবু করতে পারেনি চাষিরদের।তবে এখন ও পুরোদমে ধানের চারা রোপণ শুরু হয়নি।
চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে শীত ও কুয়াশার কারনে অনেক ফসোলাদী জমি চাষের জন্যে প্রস্তুত করা হচ্ছে আরো বলেন এবার আমন ধানের বাম্পার ফলন ও ন্যয্যো মূল পাওয়াই কৃষকের মাঝে উচ্ছাস দেখা গেছে।
এদিকে শীতের তীব্র অনেক টা বেড়েছে আরও রয়েছে কুয়াশা যার কারনে ঘর থেকে কর্ম স্থলে যাওয়া টা কঠিন হয়ে পড়েছে। তার পরেও কনকনে শীতে ঘনো কুয়াশা উপেক্ষা করে ঝুঁকি নিয়ে কৃষকেরা ইরি ও বোরো ধানের চারা রোপণে ঝুঁকে পড়েছেন সরজমিনে বাঘারপাড়ার উপজেলা মাঠ ঘুরে দেখা গেছে -কেউ তীব্র শীত উপেক্ষা করে বীজ তলা থেকে চারা তুলে জমা করছেন আবার কেউ পাওয়ার টিলার দিয়ে চাষের জন্যে জমি তৈরি করছেন আবারও কোথাও কোথাও ইরি বোরো ধানের চারা রোপণ করছেন। কোথাও সেচজন্ত্র দিয়ে পানি তুলছেন।
স্থানীয় কৃষকরা জানিয়েছেন শীতের- তীব্রটা একটু কমলে কৃষকেরা পুরো দমে চারা রোপণ করবেন আরও বলেন আগামী ১৫ থেকে ৩০ তারীখের মধ্যে শতভাগ ইরি ও বোরো ধানের বীজ রোপণের কাজ সম্পূর্ন হবে বলে ধারণা করা যাচ্ছে এই ব্যাপারে বাঘারপাড়ার ধলগ্রাম ইউনিয়ন বল্ল্যামুখ গ্রামের কয় এক জন কৃষকের সঙ্গে, মোঃ হালিম মোল্লা( ৫০) আরজান হোসেন( ৪০)আরোও বলেন গেলো আমনের সময় খরা ও অনাবৃষ্টি কারনে বীজতলার চারা নষ্ট হওয়ার কারনে অনেক টায় ভোগান্তি পোহাতে হয়েছিলো।
তবে এবার ইরি ও বোরো ধানের বীজ তলার তেমন একটা ক্ষতি হয়নি এবছর ইরি ও বোরো ধানের চারার কোনো ঘাটতি হবে না বলে জানিয়েছন।।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।