কবিতাঃ অর্থহীন প্রেম
কবি- মোঃ শফিকুল ইসলামঃ
তাং-২২-১২-২০২৪ ইং হর হামেশাই দেখিতে পাই অনন্ত প্রেম অর্থহীন, ব্যার্থতার গ্লানি নিয়ে কাটে চিরদিন। একে অপরকে রাখবে ধরে আবেগে বাঁধে প্রতিশ্রুতি স্বার্থলুটে খায় চেটেপুটে বিষন্নতায় কাটে জীবনের ইতি। অর্থ বিত্তের চেয়েও দামি মহামূল্যবান হৃদয় মন, দিতে চাও যারে চিন কি তারে আসল না নকল সুজন। যারা অতি উৎসাহী স্থায়ীত্ব নাহি সুযোগ পেলে বলে ভালোবাসি সঞ্চিত ধন তোমার করিবে হনন দিবে তোমায় মিথ্যে সান্তনার হাসি যৌবন এমন ক্ষন উতলা পবন বুজে না সে শাসন বারন, না করিলে ব্রত ছুটে যাবে সতীত্ব আফসোসে কাঁদিবে অকারণ লাইলি মজনু শিরি ফরহাদ ইতিহাসের উজ্জ্বল নিদর্শন, এই যুগে শুধু অর্থহীন প্রেম ধোঁকাবাজি দিয়ে ধর্ষণ।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।