কবিতাঃ ধন্য জনম বঙ্গবন্ধু
কবিঃ তাপস রবিদাস
যে শিশুর জন্মে,ঘুচিল বঙ্গের লাজ
ধন্য জনম বঙ্গবন্ধু, বাংলা মায়ের সন্তান।
তোমার জন্মে জন্ম নিলো,মুক্তির আশ্বাস
পরাধীনতার কলঙ্ক মুছে,স্বাধীনতার উচ্ছ্বাস।
তোমার জন্মে ঘন আঁধারে জ্বলিল,
আলোর মশাল
অন্ধকারের দানবের দলের হইলো সর্বনাশ।
তোমার জন্মে মুক্তির গান,হইলো উন্মোচন
এক সুরে গাইলো "সাত লক্ষ " ভাই বোন।
তোমার জন্মে উদিত হইলো,লাল সবুজের পতাকা
বিশ্ব মানচিত্রে বঙ্গ মায়ের ছবি আঁকা।
তোমার জন্মে শিশু মুখে,মায়ের ভাষায় কথা বলার অধিকার
স্ব-গৌরবে সন্মানের সাথে বাঁচার।
তোমার জন্মে দেখেছে বিশ্ব,বাঙ্গালি ভীতু কাপুরুষের নয়!
বুকের তাজা রক্ত দিয়ে কি করে,শত্রু রুখে দিতে হয়।
তোমার জন্মে বিশ্ব দেখছে,নিরস্ত্রের কাছে অস্ত্রের পরাজয়
বাঙ্গালীর সিনা সর্বদা টানটান,বুলেটও কম পরে যায়।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।