কবিতাঃ নারীর অধিকার, কলমেঃ শফিকুল ইসলাম
আদি পিতা আদম নবী
মাতা বিবি হাওয়া,
বংশপরম্পরায় ধরনীর বুকে
উভয় জনম পাওয়া।
সৃষ্টির সেরা জীব জগতে
লিঙ্গ ভেদে নর নারী,
পুত্রের বাস পিতৃলয়ে
কন্যা অন্যত্রে জমান পাড়ি।
একত্রে লালন পালন
যৌবনে পরবাস,
পুত্র জ্বালায় বংশের বাতি
নারীর বিরল ইতিহাস।
নারী জাতির উজ্জ্বল নক্ষত্র
যিনি দেখান ভুবনের নুর,
আমরা পুরুষ নারীর প্রতি
বরাবরে নিষ্ঠুর।
শৈশব কৈশোর পিতার গৃহে
যৌবনে করুন পরিনতি,
বিবাহ বন্ধন পরবর্তী কালে
অভিভাবক হন পতি।
তুমি মাতা তুমি কন্যা
তুমি অনন্ত সুখের দ্বার,
তাই বলি নর নারীকে সম্মান কর
খর্ব করিস না নারীর অধিকার।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।