বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন জামাল উদ্দিন  মুন্সীগঞ্জে যুবদল নেতা মুকুলের প্রথম মৃত্যুবার্ষিকী পালন সালথায় বিএনপির পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ বোয়ালখালীতে ছিনতাইয়ে ব্যর্থ হয়ে গাড়ি থেকে নারীকে ফেলে দিয়েছে শ্রীপুর উত্তর ইউনিয়নের ৯নং ওয়ার্ডবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানান মো. খসরুল আলম কালিগঞ্জের শ্রীকলায় রাস্তা খুড়ে কোটি কোটি টাকা ক্ষতি সাধন কালুরঘাটে বেইজ কারখানায় আগুন রাজগঞ্জ সরকারী প্রাথমিক বিদ‍্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ চট্টগ্রামে লবণবাহী ট্রাক বাসের সংঘর্ষ, ৫ জন আহত গুমান মর্দন ইউনিয়ন বিএনপি আয়োজিত সমাবেশে মীর হেলাল” দেশের বিরাজমান সংকট উত্তরণে জাতির আস্থা তারেক রহমান

কবিতাঃ নির্বাচন কলমেঃ পলাশ কুমার

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
  • ১১৬ বার পঠিত

কবিতাঃ নির্বাচন
কলমেঃ পলাশ কুমার

আহা কিরূপ অদ্ভুত সুন্দর !
আলোর মেলা সারি সারি _
নানান রঙ্গে সু-সজ্জিত ,
নব-নিত্য প্রতীকে কান্ডারী ।

কখনো বা সোরগোল দেখো ,
বেঁধেছে জন-মানবের জটলা _
ভাই/আপা বলে পদ_প্রার্থীকে ,
দিয়ে যায় মুখোরিত সংবর্ধনা ।

হাত উঠিয়ে দিচ্ছে নারা ,
নেইকো বিভেদ কারো সনে _
নেতা সবার হিত সাধনে ,
ভালবাসার অঙ্গীকার নিয়ে ।

গণসংযোগ হয় সকলের তরে ,
সবার দোয়া ভালবাসা চেয়ে _
অপরিচিত জন ও পরিচিত হয় ,
কেউবা দূর সম্পর্ক আত্মীয়তাতে ।

উন্নয়নের জোয়ার বইবে এবার ,
আপনাদের মহামূল্যবান ভোটে _
কথা দিয়ে মন কেড়ে যায় ,
সকল জনগণকে পক্ষে নিতে ।

মুখরোচক খাবারে মুগ্ধতা ছড়ায় ,
ক্ষণিকের আবেশে আবদ্ধ হয়ে _
প্রার্থী গেলে আবার প্রার্থী আসে ,
মানুষের ধরনও যায় বদলে ।

কেউবা করে আপন আপনা ,
ভবিষ্যৎ এর ফায়দা উঠাতে _
কেউবা দেখায় অনেক ভোটার ,
অর্থ আত্মসাৎ এর নিমিত্তে ।

কভুও তো আসেনা মনে ,
এতো আয়োজন কিসের তরে _
কোথা হতে আসে অর্থের যোগান ,
কেনইবা দেয় সে অর্থ ঢেলে !

গুটি কয়েক পরগাছা সমাজে ,
অন্যের রসে সজীবতায় পায় _
আংগুল দেখাতে পারেনা সকল ,
এরা পৈশাচিকতায় আনন্দ নেয়।

এদের তরেই ভালবাসা বেশি ,
ক্ষমতার প্রভাব বিস্তার করতে _
কেউ বুঝে না এমন পরিকল্পনা ,
কি আছে ঐ মনের মাঝে ।

হয়নি দেখা কাছে এসে ,
গরিব দুঃখী কে রয়েছে _
দু-বেলা দু-মুঠো ভাত ,
পেট পুরে খাবার আঁশে ।

নির্বাচিত নেতা সবার পাশে _
নয়তো কারো একার সনে ,
তবুও রয়েছে পক্ষপাতী !
বিপদে সম্মুখ কথা বলে ।

কিসের তরে করিলাম কি !
কেবা রেখেছে তার প্রতিশ্রুতি ,
আংশিক যদিও প্রাপ্তি রয় ,
সময়ের প্রয়োজনে ছলচাতুরী ।

কে বা আপন কে যে পর !
বহুরূপী মানুষ চেনা বড় দায় _
তেল মারতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ ,
নির্বাচন এলেই প্রকাশ পায় ।

বিজয়ের ডঙ্কায় দূরীভূত সকল ,
নির্বাচিত নেতার মুগ্ধতা ছড়ায় _
কথা দেয়া কথাই রইলো ,
বাস্তবতার নিরিক্ষে শূন্যতায় ।

মিথ্যা আশায় ঘর বাঁধি ,
সময়ের চাওয়ায় ভালোবাসা ,
বাকি সব নিরব ব্যথা _
মনে জন্মায় বিষাদ ঘৃণা ।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।