প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১, ২০২৪, ৬:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৯, ২০২৩, ১১:২৮ পি.এম
কবিতাঃ “সন্ধ্যার আকাশ লেখক”রাজন আসিফ সোহরাওয়ার্দী
কবিতাঃ
"সন্ধ্যার আকাশ"
লেখকঃ রাজন আসিফ সোহরাওয়ার্দী
সন্ধ্যার আকাশ
কোথা থেকে পাগল বাতাস
দক্ষিণের জানালায়
কোথায় যে কি গেলো উড়ে
ঐ আকাশ জুড়ে।
শোনো ওওওও
আমি চা বা কফি খাবো না
সব ছেরে এসো
এসো ছেড়ে এসো
কাহারে কাঁদাতে চাও
ঐ দূরে বসে
আজ শুধুই পাশে বসবার দিন।
একটু হাত ধরাধরি করি
হাসি কান্না ভাগ করি
অভিমানে কেঁদে কেঁদে
অবাক অধরে হাসো
ডুবে যাও ধীরে ধীরে
আমারই ছোট্ট নীড়ে
কোথায় ডুবে গেলে।
আমার দিকে নয়
মাথা উঠিয়ে ঐ দিকটায় দেখো
এখনো বৃষ্টি থামেনি
ফিস ফিস করে কি বলছো!!
ও হ্যাঁ-ঠিক বলেছো
বৃষ্টির এমন সময়জ্ঞান অনেক দিন দেখিনি
দূর থেকে টাইলস কাঁটার শব্দ ভেসে আসছে
এবার জানালাটা লাগিয়ে দাও।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com