সময়ের সংলাপঃ-
সত্যি ভালোবাসি
তোমার সেই প্রতিশ্রুতি
সেই অনন্য প্রেম ভালোবাসা
আমাকে ফিরিয়ে দাও।
হে দেবী,নীরব কেনো ভালোবেসে,
তবে কি নিবে না আমার ভালোবাসা?
তবে কেনো এসেছিলে তব মোর জীবনে?
সে কি হায়!ওগো দেবী,
স্নিগ্ধ আঁখি তুলে
একটি বার দেখ না মোরে
কত ভালোবাসি তব তোমারে?
ভালোবাসোনি বুঝি মোরে
তবে কেনো গাইলে প্রেমের গান
কেনো রচিলে অপূর্ণ প্রেমের কাহিনী?
কেনো তবু মোর প্রতি করিলে বিমুখতা?
বলো বলো আজি তব বলো
বৃথা করিও না হেলায়,
জীবন প্রভাতে মনেরও ঘরে
গেঁথেছিনু তোমার ছবি,
আজ যে দেখি হায়!সে যে আমার নয়,
বিচিত্র বিধির রীতি কি করিব হায়,
যারে যত ভালোবাসি সে যে ততো কাঁদায়।
ও গো দেবী,শোন তব
তোমার প্রেমের সন্ন্যাসী হবো
রচিবো অপূর্ণ প্রেমের বাঁধন।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।