সময়ের সংলাপঃ-
আগুনের শহর ঢাকা,
বছর বছর আগুন লাগে
সব হয়ে যায় ফাঁকা।
মার্কেটে তে লাগে আগুন
লাগে বস্তি বাড়ী,
কথায় কথায় আগুন লেগে
জ্বলে শখের গাড়ি।
অগ্নিকাণ্ডে হয় যে কাবাব
মানুষের শত দেহ,
এত আগুন লাগার পর ও
মাথা ঘামায় না কেহ।
আজ লেগেছে বঙ্গবাজার
পুড়েছে হাজার ঘর,
কোটি টাকা জ্বলেছে যাদের
কাঁপছে তারা থরথর।
এই কাঁপুনি জনম জনম
চলছে ঢাকার বুকে,
তবুও মোদের কর্তা মশাই
থাকে অনেক সুখে।
নিমতলী তে লেগেছে আগুন
জ্বলেছে শত ঘর,
চকবাজারে লেগে আগুন
জ্বলেছে আপন পর।
তাজরীনে তে জ্বলেছে আমার
শ্রমিক ভাইয়ের দেহ,
শান্তনার ওই বাণী খানা
দেয়নি আমায় কেহ।
দেশটা মোদের হয় ডিজিটাল
পোড়া গন্ধ নিয়ে,
আর কতকাল জ্বলবে ঢাকা
ধিক্কার মোদের দিয়ে!
নিয়মনীতির বালাই বুজি
নাই যে ঢাকার বুকে,
অগ্নিকাণ্ডের পোড়া স্মৃতি
থাকতে দেয় না সুখে।
ডিজিটাল দেশে স্মার্টনেসের
নাই যে কোন অভাব,
কাজের বেলায় ঠনঠন মোরা,
কথায় বড় হওয়া টাই স্বভাব।