সময়ের সংলাপ ঃ
হারেনি কভু তর্জনী তার,
করেনি সে মাথা নত
ললাটে তাহার মুচকি হাসি,
হৃদয়ে ছিল ক্ষত।
টঙ্গী পাড়ায় জন্ম নিয়ে
করেনি তো সে কোন পাপ,
তবুও কেন পাকবাহিনী
করেনি তাকে মাপ!
জন্ম থেকে যেজন দেখেছে
স্বাধীনতার সপ্ন,
তাহাকে তারা করেছে বন্দী
করেছে যে বিপন্ন।
যাহার ডাকে কোটি বাঙালী
হাতে নিয়েছে অস্র,
এনেছে মোদের স্বাধীনতা,
পরনে দিয়েছে বস্ত্র।
হুংকারে যার কেঁপেছে বাংলা
পালিয়েছে হানাদার,
তাহারে কি গো চাইলেই মোরা
ফিরে পাবো নি আর!
যার কণ্ঠ ছিল অগ্নিবীণা
তর্জনী তলোয়ার,
তাহার ভয়ে পাকবাহিনী
মেনেছে সেদিন হার।
মুক্ত হয়েছে স্বদেশ ভূমি
এসেছে স্বাধীনতা,
কোটি বাঙালী ভুলে নি আজও
সেই মুজিবের কথা।
অগ্নি ঝরা দিন গুলি আর
পাবো না ভাই ফিরে,
কোটি বাঙালী দেখতো স্বপ্ন
শেখ মুজিব কে ঘিরে।
মুজিব তোমায় ভুলি নি মোরা
ভুলবো না কোনদিন,
হাজার বছরে ও হবে না পরিশোধ
তোমার দেওয়া ঋণ।
রক্তাক্ত সেই ১৫ ই আগস্ট
থাকবে মোদের মনে,
তোমার স্মৃতি খুঁজে বেড়াবো
জীবনের প্রতি ক্ষণে।