সময়ের সংলাপঃ-
চির চেনা আমার সেই সবুজ পৃথিবী,
আবারও উচ্ছাসে
আবিস্কার করতে চাই ।
বন্দি হয়ে আছি যেনো
লোহার খাঁচায়
চির চেনা এ পৃথিবী আমার দেখতে মানা?
কিসে পাবো মুক্তি
সদুত্তর নাই জানা,
আমি ভেঙে দিতে চাই
জুলমের এ জেলখানা।
মুক্ত পাখি হয়ে উড়তে চাই
ডানা মেলে দূরে বহুদূরে
পৃথিবীময় ঘুরতে চাই
দেখতে চাই সব অজানা।
খুঁজে পেতে চাই আমার আসল গন্তব্য,
দয়া করো হে প্রভূ।