সময়ের সংলাপঃ-
আমি সার্বিক
নিঃস্বার্থহীন, সত্যের পথে আমার কলম চলে অবিরত।
আমি সূর্যের আলো রাতের
আঁধারের অগণিত তারা।
আমি জনগনের বন্ধু অবৈধ
আইনের শত্রু,
বিক্রি হইনা কখনো
স্বার্থনেষীর কাছে।
আমি অন্যায় অবিচার
দেশদ্রোহী মানুষের শত্রু,
আমি নির্যাতিত আহাজারির বন্ধু।
আমি অন্যায়ের বিরুদ্ধে লিখবো বারংবার
অবৈধ সম্পদ গড়া মানুষের চোখের বালি।
গ্যারান্টি নেই জীবন আমার, স্বার্থান্বেষীর খপ্পর থেকে।
তবুও আমার কলমে চলবে শুধু অবিচারের ধারায় কারণ আমি নিঃস্বার্থহীন।