সময়ের সংলাপঃ-
কি যে বলি, কাকে বলি
দ্রব্যমূল্য নিয়ে হচ্ছে বাড়াবাড়ি
একহাজার টাকা নিয়ে গেলে, আসেনা ফেরত চারআনা , দুখের সাগরে ডুবে মরি।
কি যে দিন এলে, আরও যে কি অপেক্ষা করছে জানি না জানে শুধু অর্ন্তযামী।
যাদের আছে কালো টাকা , উড়াতে পারবে দিবানিশি, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত, ওদের শুধু ই চোখে পানি।
না পারে আকাশ ছুতে, না পারে নিচে নামতে অভিমানের সিড়িঁতে বসে করে কোলাকুলি।
মনে কয় কিছু বলি, আছে তো, বড় বড় মাতা, তাদের কি টনক নড়ে না , ধুৎ ছাই ধুৎ ছাই করে এড়িয়ে চলি।
ভাবলাম আমি ই কিছু লিখি
লিখতে গিয়ে কলমে দিলো হাসি
প্রতিবাদ করতে গেলে তুই হবে সমাজের নষ্ট নারী।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।