সময়ের সংলাপঃ-
ওরে,সাড়ে তিন হাত মানুষ ভাবে
পৃথিবীটা তার হাতের মুঠে
তাইতো সে কতো কি করে
নানা রঙে মেতে উঠে
ভব এ- দরিয়ার মাঝে.
রঙের খেলা শেষ হলে
যাবে তুমি অতল গহৃবে
কোথায় ছিলে আর কোথায় যাবে?
ছিলোনা জানা, জানবেওনা কোনোদিন
আর কিছুই যাবেনা তোমার সংগে
সবই পরে রবে এই ভব দরিয়ার মাঝে.
কেনো এসেছিলাম এ-ভব সাগরে
মায়ার জালে জড়াতে?
অবশেষে আমি মিশে যাবো
শুন্যেরই মাঝে এ-ধরাতে
সবই শুন্য আর শুন্য-শুধুই শুন্য
এ-জীবন অবসানের ধারাতে.