কবিতাঃ ঝিরি ঝিরি বৃষ্টি ছুঁয়ে দোলে মাধবীলতা
কবিঃ শাহনাজ পারভীন মিতা
ঝির ঝির বৃষ্টি ছুঁয়ে দোলে মাধবীলতা ।
কত রঙ রুপ এই ধরণীর বুকে
তুমি আমি বেঁচে রই পরম সুখে,
সবই আলো ছায়া ,শুধুই ছলনা
জীবন মেলায় কত বাহারি খেলনা।
কত জীবনপ্রহর অজানা আবেশ
মুগ্ধ শুধুই মন ,ক্ষনিকের প্রবেশ,
সে কোন অতিথী মনের দ্বারে
যেখানে অবিরত প্রেম খেলা করে ।
কত নদীজল অবিরাম জোয়ার ভাটায়
সূর্য চন্দ্র টলমল জলে রশ্মি ছড়ায়,
মনের গভীরে শুধুই বেদনার নহর
থেমে থেমে বয়ে চলে কষ্টের প্রহর ।
প্রদোষ বেলায় থমকে যায় জীবন
চোখের মাঝে স্বপ্নের বর্ণীল আভরণ,
রঙধনু ছুঁয়ে পাহাড়ী ঝর্ণার গান
অবিরাম বয়ে চলা বিস্মৃত গহন তান ।
বেজে চলে মাদল সুরে সুরে ছন্দে
জীবন প্রহরে অপার নিঃসীম দ্বন্ধে,
লড়াই যুদ্ধ মনের মাঝে অবিরত
গভীর ক্ষত তীব্র বুলেট শত শত ।
কত যে গহন গোপন কথা ও ব্যাথা
ঝিরি ঝিরি বৃষ্টি ছুঁয়ে দোলে মাধবীলতা।
মোঃ মিজানুর রহমান চৌধুরী
স্টাফ রিপোর্ট ।