কবিতার নামঃ "নিষিদ্ধ কাহিনি"
লিখেছেন কবি, অনামিকা
জমেছে নিঃসঙ্গ মেঘ অভিমানে সন্ধেবেলা আজ।
মেঘ হতে পারি আমিও এখন চিলেকোঠার পালকছেঁড়া বিছানায়।
অসময়ে এঁকে দিতে পারি পলাশ রঙা স্তনের হিল্লোল,
অমলতাসের এক নিষিদ্ধ কাহিনি
ফেলে আসা দিনান্তের নিবিড় চুম্বনে।
অনায়াসে মেঘ হতে পারি,
মুছে দিতে পারি দানবিক স্তবগান।
জ্যোৎস্নায় শিশির হয়ে থাকতে পারি জেগে নিশিরাত পৌষের পাতায়।
নানান কথার পসরা সাজিয়ে পারি আমন্ত্রণ জানাতে বৃষ্টিকে।
ব্যথিত জীবন খুঁজে চলে আলেখ্য, অলীক স্মৃতি...
তবে সব না পাওয়ার উষ্ণতা এখন বৈষ্ণবীয় ব্যালাডস্।
ঝুম বৃষ্টি। স্রোত হয়ে ভেসে যাচ্ছি ব্যজস্তুতি, উপমায়।
বৈরাগীর বেশ পরে চেনা বৃষ্টি নামবে হয়তো এখনি।
ব্যাবিলনীয় ভঙ্গিতে শুয়ে থাকব আমি,
একরত্তি ঠোঁটে অধার্মিক পদ্মপাতা জুড়ে এক ধূসর জীবনে।
প্রতিবেদকঃ মোঃ শফিকুল ইসলাম
দৈনিক সশিরোনামঃ নিষিদ্ধ কাহিনি
কলমেঃ অনামিকা
তাংঃ ২৬-১২-২০২৩ ইং
জমেছে নিঃসঙ্গ মেঘ অভিমানে সন্ধেবেলা আজ।
মেঘ হতে পারি আমিও এখন চিলেকোঠার পালকছেঁড়া বিছানায়।
অসময়ে এঁকে দিতে পারি পলাশ রঙা স্তনের হিল্লোল,
অমলতাসের এক নিষিদ্ধ কাহিনি
ফেলে আসা দিনান্তের নিবিড় চুম্বনে।
অনায়াসে মেঘ হতে পারি,
মুছে দিতে পারি দানবিক স্তবগান।
জ্যোৎস্নায় শিশির হয়ে থাকতে পারি জেগে নিশিরাত পৌষের পাতায়।
নানান কথার পসরা সাজিয়ে পারি আমন্ত্রণ জানাতে বৃষ্টিকে।
ব্যথিত জীবন খুঁজে চলে আলেখ্য, অলীক স্মৃতি...
তবে সব না পাওয়ার উষ্ণতা এখন বৈষ্ণবীয় ব্যালাডস্।
ঝুম বৃষ্টি। স্রোত হয়ে ভেসে যাচ্ছি ব্যজস্তুতি, উপমায়।
বৈরাগীর বেশ পরে চেনা বৃষ্টি নামবে হয়তো এখনি।
ব্যাবিলনীয় ভঙ্গিতে শুয়ে থাকব আমি,
একরত্তি ঠোঁটে অধার্মিক পদ্মপাতা জুড়ে এক ধূসর জীবনে।
প্রতিবেদকঃ মোঃ শফিকুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক
দৈনিক সময়ের সংলাপ
মোবাইল নং- ০১৭৬৪৮০৯৬৫৯
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।