প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১০, ২০২৫, ২:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৫, ২০২৩, ৭:১৯ এ.এম
কবিতার নাম:শিক্ষক মানে” লিখেছেন তাসমি তাবাচ্চুম।
কবিতার নাম:শিক্ষক মানে"
লিখেছেন তাসমি তাবাচ্চুম।
-------------------------------------------------
শিমুল হোসেন,নিজস্ব প্রতিবেদক।
শিক্ষক মানে
শত শাসনের মাঝে স্নেহের
হাত বারিয়ে দেওয়া ।
শিক্ষক মানে
টুকিটাকি ভুল দেখে
আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া।
শিক্ষক মানে
অন্তরে মন্থর গাঁথা পাঠগুলো
সহজে বুঝিয়ে দেওয়া।
শিক্ষক মানে
মন্দের গ্রহণকে
বর্জনের নির্দেশ দেওয়া।
শিক্ষক মানে
জীবনের বাধাগুলো সরানোর পথ।
শিক্ষক মানে
ভবিষ্যতে চলার পথে স্বর্ণ রধ।
শিক্ষক মানে
এক পা পিছলেও
দু পা এগোনোর মনোবল।
শিক্ষক মানে
হরেক রকম হাসি মজার ছল।
শিক্ষক মনে
নতুন কিছু করার উদ্যোম।
শিক্ষক মানে
দুএক ঘা উত্তম মাধ্যম।
শিক্ষক মানে
মনের কথা প্রকাশের স্থান।
শিক্ষক মানে
সূর্যদয়ের নব উত্থান।
শিক্ষক মানে
শিশির ভেজা শীতের সকাল।
শিক্ষক মানে
চেনার উপায় আসল-নকল।
শিক্ষক মানে
অন্ধকারে আলোর ফুলকি।
শিক্ষক মানে
তারাদের মাঝে ঝিকিমিকি জোনাকি।
শিক্ষক মানে,জাতির উন্নয়ন।
শিক্ষক মানে,
খারাপের পতন।
তাসমি তাবাচ্চুম,মোবাইল 01749563343,
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com