কবিতার নাম:স্বাধীনতা লিখেছেন-তাসমি তাবাচ্চুম।
শিমুল হোসেন,নিজস্ব প্রতিবেদক।
বঙ্গবন্ধু বাঙালি জাতির জনক
মুক্তিযুদ্ধের পথপ্রদর্শক।
তিনি মুক্তিযুদ্ধের প্রধান চালিকাশক্তি
তাঁর প্রতি বাঙালির পরম ভক্তি।
তিনি আমাদের জাতির পিতা
তাঁর হাত ধরে বয়ে আসা আমাদের স্বাধীনতা।
লক্ষ শহীদের রক্তে লেখা আমাদের স্বাধীনতা
তারা এদেশের প্রধান রক্ষাকর্তা।
না মেনে শত্রুদের বাধ্যকর্তা
জয় করেছে এ মহান স্বাধীনতা।
তারা এদেশের সম্মান
মানুষ হিসাবে তারাই মহান।
স্বাধীনতা এক অমূল্য ধন
যা পেলে জোড়ায় মনো প্রাণ।
মনে প্রাণে একই কথা
স্বাধীনতা স্বাধীনতা।
তাসমি তাবাচ্চুম,মোবাইল 01749563343,