প্রত্যেক মানুষ তার প্রত্যাশিত স্বপ্নগুলো হৃদয় কোণে
সযতনে লালন করে,
মমতার জালে বেঁধে
তাকে বুকে চেপে ধরে।
এই যে স্বপ্ন, যা প্রতিটি মানুষের হৃদয় গহিনে
ছোটো ছোটো বহু আকাঙ্ক্ষার জাল বুনে,
এসব আকাঙ্খা ঘিরে সুখ নামের বিরল ছায়াদের জন্ম হয়,
যাকে স্পর্শ করবার জন্য মানুষ নিরলস প্রহর গুণে।
অপেক্ষার প্রহর গুণে গুণে পথিক ক্লান্ত হয়ে পড়ে,
হঠাৎ স্বপ্নেরা এসে কল্প রাজ্যে আবারও ভীড় করে।
অপেক্ষার অবসান ঘটে,
ক্লান্তিরা পিছু হটে।
এক ফালি চাঁদ টিনের ফোঁটো ভেদ করে
ঘরে এসে পড়ে,
মন আনন্দে উদ্বেলিত হয়ে ওঠে।
দু'ঠোঁটে স্বস্তির হাসি ফোটে।
সহসাই আকাশ জুড়ে ঘন কালো মেঘের ঘনঘটা,,
সুখ নামক ছায়াটাকে এক অচেনা অমাবস্যা
গ্রাস করে ফেলে,
তিলতিল করে জমানো আশাগুলোর বাঁধ ভেঙ্গে যায়,
ইবলিশের কুদৃষ্টি এসে পাখনা মেলে।
এ যেন অনাকাঙ্ক্ষিত কোনো এক দৈবাৎ দূর্ঘটনা,
যা মানুষের স্বপ্নগুলো
জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়,
উত্তপ্ত অগ্নি স্ফূলিঙ্গের মতোই।
প্রতিবেদকঃ মোঃ শফিকুল ইসলাম
স্টাফ রিপোর্টার,
দৈনিক সময়ের সংলাপ।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।