তাঁরে দেখা নাহি যায়
তাঁরে ছোঁয়া নাহি যায়
সে কথা নাহি কয়
সে দেখা নাহি দেয়
সে-যে অনুভবে বাসনা জাগায়
সে-যে অনুভূতির তৃষ্ণা মিটায় ।
তাইতো আমি বিচরণ কালে
তাঁরে খুঁজে নাহি পাই
কী করে বলি তাঁরে
কী করে ধরিবো তাঁরে
আছে কী কোনো উপায় ?
ধরা ছোঁয়ার বাইরে সে-যে
চলে আপন খেয়ালে
সে-যে থাকে মোর দেহ পিঞ্জরে
তাঁরই মাঝে বসত করে অদেখা রূপে
মাটির এই পিঞ্জর আমার
সাধ্য আছে কী তাঁকে আটকে রাখার
সে-যে আমারে কখনও হাসায়
আবার কখনও কাঁদায়
সুখ-দুঃখ আর হাসি-কান্না
বেদনা ও যাতনার মাঝে
চলে যায় দিন যে আমার ।
যদি সে না দেয় শক্তি আমায়
আমি অধম-নরাধম আছে কী সাধ্য
চলায় কিংবা কথা বলায় ।
পঞ্চ ইন্দ্রয়ে জন্ম আমার
আকারেতে দেহ রূপ
ভিতরে আছে মোর অদেখা রুহ্ স্বরুপ
সময়ের ব্যবধানে উড়ে যাবে
ফেলে মোর দেহ পিঞ্জর
মাটির দেহ পিঞ্জর আমার
অচল হয়ে পচে গলে মিশে যাবে
পঞ্চ রূপে তার আপন মহিমায় ।
কোথায় গেলে পাবো তাঁরে
কী করে বলিবো আমি
ওহে মালেক সাঁই
আছে কী এর কোনো উপায় ?