শিশুতে মায়ের কোল-বাবার স্নেহ ভালোবাসা
পড়সির মধুর ছোঁয়া -ছিলো অবিরত মনঠাঁসা।।
কৈশোরে খেলার সাথী -অবিরত করিতো দেখভাল,
আজি যদি না গেছি খেলিতে-হয়তো উতাল।।
সহপাঠীর একমাত্র ভরসা-আমায় না রবে ছেড়ে,
কি হয়েছে? জ্বর না পায়ে ব্যাথা-মুখে কথা নাই কিরে??
যৌবনে প্রিয়েটা ভুলে যদি যায়-বাঁচবে না আর,
আমি নাকি জীবন মরনের চাবি- বুকের ভিতর তার।।
প্রণয়ের পর স্ত্রী বলে- আমি নাকি তার শ্রেষ্ঠ ভালোবাসা,
আমার মরণে তার মরণ-জীবন দিয়েও মিটাবে আমার আশা।।
সন্তানেরা হৃদয়ের টুকরো -করেছিলাম জীবন অন্তিম,
অক্লান্ত পরিশ্রমে হয়নি সেদিন- ছিলাম না কোনো ঋন।।
সব ছিলো আজ সব থাকিতে - অন্তিমকালে,
ঔষধ তো দূরে থাক- তাদের দেখাও মিলছে না কপালে।।
আজহারুল ইসলাম সাদীর রিপোর্টেঃ
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।