” কথা রাখলে না তুমি”
লেখক , সাংবাদিক ও মানবাধিকার কর্মী আব্দুল্লাহ আল মামুন
স্বপ্ন চারিণী হয়ে কেন তুমি আর আসো না….
কেন তুমি আমাকে আর আগের মত ভালোবাসো না..
তোমার প্রতিক্ষায় আমি থাকি সারাদিন
তবুও তোমার দেখা পাই না কেন আমি একদিন ….
কথা দিয়ে ছিলে তুমি, হবে আমার প্রিয়জন..
সেই তুমি ভুলে গেলে, দিয়ে গেলে হাজারোও জ্বালাতন ….
সাদিয়া তুমি কথা দিয়ে কথা রাখো না…
কেন তুমি আমাকে আর আগের মত ভালোবাসো না..
ভালোবাসার নামে ভেঙ্গেছো তুমি আমার মন……
সাদিয়া তুমি কথা দিয়ে কথা রাখো না..
স্বপ্ন চারিণী হয়ে কেন তুমি আর আসো না,
কেন তুমি আমাকে আর আগের মত ভালোবাসো না..
তোমার স্মৃতি গুলো আমাকে কাদাঁয় সারাক্ষণ …
তুমিহীনা কত কষ্টে থাকি সেটা জানে শুধুই আমার মন….
সাদিয়া তুমি কথা দিয়ে কথা রাখো না,
কেন তুমি আমাকে আর আগের মত ভালোবাসো না….!