কেহ কাউকে ঠকাতে পারেনা
এ বিশ্ববসুধায়,
আপন কর্মে হার জিত
কথা মিথ্যা নয়।
নিজের কর্মে বাঁচা বাড়া
ছোট বড় উচু নিচু,
পরের ত্রুটি ধরতে ব্যস্ত
হাত দেইনা নিজের পিছু।
অতি অহংকারে উন্নত শির
ক্রোধে ভরা মন,
মেনে তাহা নিতে পারে না
স্বয়ং প্রভু জনার্দ্ধন।
অতি ক্রোধে ধ্বংশ লঙ্কা
রাবনের ও পতন,
কর্ণ ভীষ্ম দ্রোন জয়দ্রত
দুঃষাশন দূর্যোধন।
পৃথিবীর যত ধ্বংসযজ্ঞ
প্রেম প্রীতি কি বা প্রনয়,
ক্রোধের খড়গে বলি হয়ে
নিয়েছে চিরবিদায়।।