-শুন বাঙ্গালি তরুণ ভাই
-ওরা মোদের মায়ের ভাষা
-কেড়ে নিতে চায়
-যে ভাষাতে আছে মায়া
-মা ডাকেতে মধু-
-সেই ভাষাকে বিনাশ করতে
-দিব নাকো কভু
-কোথায় আছো ছাত্র সমাজ,
-কিশোর যুবা মিলে-
-ভাষা রক্ষা করব চলো
-রাজপথে আজ গিয়ে
-১৯৫২ সালের,২১শে ফেব্রুয়ারী
-লক্ষ যুবা সঙ্গে নারী
-মিছিল সারি সারি-
-বাংলা মোদের মায়ের ভাষা,
-বাংলা মোদের প্রাণ-
-বাংলা রক্ষা করতে গিয়ে
-বিলিয়ে দিব জান-
-শত্রু সবে ওত পেতে আজ
-শক্তি অস্ত্র বলে-
-ছুঁড়ল গুলি মারল বোমা
-মিছিল লক্ষ্য করে-
-ভাইয়ের রক্তে রাঙ্গা ভূমি
-ভিজলো পথের ধুলি-
-শহীদ ওরা তাদের ত্যাগে
-পেলাম ভাষার বুলি।
প্রতিবেদনে, আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।