সন্ত্রাসীরা ত্রাস কর
দিস না তবে ধর্মের দোহাই,
ধর্ম মানে শুদ্ধ জীবন
ত্রাস-সন্ত্রাসের স্থান নাই।
কোন সে ধর্ম দিলো তোদের
মানুষ মারার স্বীকৃতি,
ধর্মান্ধরা ধর্মের নামে
ধর্ম করে বিকৃতি।
ধর্ম এলো মুক্তি দিতে
সকল স্বাধীন মানবতার,
ঘুচাতে সব অন্তর থেকে
মূর্খতা আর অন্ধকার।
সৎ কর্ম সৎ সাধনায়
নিঃস্বার্থের কর জয়,
হিসাব মোদের দিতেই হবে
এক আল্লাহ্কে করো ভয়।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।