দখিনা মলয়ে ধরনীর বুকে
বসন্তের আগমন
আজকের দিনে খুঁজতে ব্যাকুল
কাংখিত প্রিয়জন।
কৃষ্ণচূড়ার হাসিতে ভুবন
শিমুলের হাতছানি,
ঋতুরাজ বসন্ত রূপেতে অনন্ত
গুণীজনদের বানী।
কোকিল ডাকিবে কুহু কুহু
মিষ্টি মধুর সুরে,
আজি এ বসন্তে মনের অজান্তে
ঘুরে আসি দুর বহুদূরে।
ফুলে ফুলে সাজবে নতুন পৃথিবী
পলাশ কুসুম হিমঝুড়ি
পাতাবিহীন গাছে বুলবুলি নাচে
গজাতে নতুন কুঁড়ি।
শীতের বিদায় ঘন্টা বাজে
বসন্ত আপন রূপেতে সাজে
মালা বানাতে ব্যাস্ত মালী
হরেক রকম ফুলের কাজে।