এখনো ভোর হয়,
জেগে উঠি….
কোথায় যেন এখনো আঁধার,
যেন হারিয়ে গেছে প্রাণের সেই উচ্ছাস !
জানি না আর কখনো তেমন আনন্দময়
প্রভাত আর আসবে কি না,
চার দশক আগেও ছিল পুকুরে মাছ,
গোয়ালে গরু, সবুজ মাঠে ফসল,
মায়াময় শ্যামল বিথিকা ,
পারাপারের মাঝির গলায় ভাটিয়ালি গান,
মন্দিরে ঘন্টাধ্বনি,
মসজিদে আজান।
মানুষের মনে ছিল ভ্রাতৃত্ব বোধ,
ছিলো মনুষ্যত্ব।
আজ সবকিছুতেই কেমন হতাশার আঁধার,
ধোঁয়াশার
প্রলেপ —–
এমন তো কথা ছিল না?
এতো কষ্টে অর্জিত স্বাধীনতা,
স্বজন হারানোর কান্না,আর রক্তে ধোয়া
আমার দেশের এমন বিভৎস প্রতিকূল
ধ্বংসাত্মক পরিণতি দেখবো বলেই কি
মহান স্রষ্টা এখনো জীবিত রেখেছেন ?
বাবার কাছ থেকে মেয়ে,
স্বামীর হাত থেকে স্ত্রী,
ভাইয়ের সামনে থেকে বোনকে
তুলে নির্মম অত্যাচার….
আর কতো দিন দেখবো আমরা এই দৃশ্য ?
তবে কেড়ে নাও নারী জীবন,
বাবা ভাই স্বামীর দৃষ্টির আড়াল করে দাও ,
নারীশুন্য হয়ে যাক এই মহাবিশ্ব !
শিমুল হোসেন নিজস্ব প্রতিবেদকঃ
© All rights reserved © 2022 Sumoyersonlap.com