কবিতাঃ ভালোবাসা
কবিঃ রনী খাতুন
আপনারে লয়ে গুণগান করে
সে কি সাধু হয়?
স্বীয় গৃহে বসে পিছু রটে রসে
কভু খাঁটি নয়।
ভালোবাসে যারা সাথী হয়ে তারা
তেল মাখে গায়,
জ্ঞানী মরে হেসে বিনা মেঘে শেষে
বুক ভেসে যায়।
বিবেকের পায়ে ল্যাং মারে দায়ে
জ্বলে পুড়ে ছাই,
পথে যেতে বাঁধা দেয় এসে গাধা
অজ্ঞাত তাই।
সাধু জনে বসে অংকটা কষে
হয়ে যায় চুপ,
নেই কোনো পথ কোথা পাবে রথ
নিভে যায় ধুপ।
মোঃ শফিকুল ইসলাম
স্টাফ রিপোর্টার
দৈনিক সময়ের সংলাপ
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।