ভ্রান্ত পথিক আমি, ঘুরি পথে পথে
এ-ঘাটে ও-ঘাটে ভিড়াই তরী
আমি নির্বোধ পথচারী।
পথ-ঘাট জানা নেই আমার
শুনি কতোশতো বাণী
যাহা শুনি তাহাই মানি।
যাহা দেখি তাহাই বিশ্বাস করি
বুঝি আর না বুঝি
শুধু তাহাই বয়ান করি।
আমি যে বিবেগহীনতার স্বপ্নচারী
ঘোর অন্ধকারে থেকে স্বার্থের জন্য মিথ্যা বলি
সত্যকে অস্বীকার করি।
অনেক কিছু জানা সত্ত্বেও পাশ কাটিয়ে চলি
জ্ঞান-বিবেগের সিমিত আলোয় বিচারহীনতায় ভূগি
আসলেও কী আমি সত্ত্বের পথে চলি?
মুখে বলি, সত্যকে স্বীকার করি
আল্লাহকে বিশ্বাস করি
আসলে ধর্মের লেবাসে বয়ান করি।
আমি সত্যকে ব্যবহার করি
আর মিথ্যার বীজ বপন করি
এবং স্বার্থের নেশায় মিথ্যা হয়
আমার নিত্যদিনের পথচারী।
সত্যবাদিকে বলি, ওতো উন্মাদ, পাগল, নাস্তিক
আর মুরতাদ ও কাফের সমতুল্য বিকারধারি
ওতো যাবে জাহান্নামে বলার অপেক্ষা নাহি রাখে
আমি হলাম সত্যবাদি সঠিক পথের দিশারি
হবো আমি জান্নাতি নির্দিধায় বলতে পারি।
হাজার বছরের পাপ, হয়ে যাবে মাফ
যদি করো একটি বার তওয়াব
কিংবা পড় কোনো একটি নির্দিষ্ট আয়াত
সেখানেই রয়েছে তোমার জন্য নির্দিষ্ট সওয়াব।
পেয়ে যাবে মাফ তোমার সকল গুনাহের
যা করেছ পাপ জীবনে এ-জগত সংসারে
সহসায় তুমি পৌঁছে যাবে জান্নাতের আসরে।
অন্যায় যতোই করোনা কেনো
এরচেয়ে সহজ আর কী হতে পারে
শুধু একটি রাতের দোয়ার ফজিলতে
মাফ হয়ে যাবে জীবনের সকল অপরাধের।
ইসলাম কী তাই বলে? নিশ্চয়ই না।
সকল সৃষ্টি যখন তাঁরই ইশারাতে হয়
তাহলে কী করে বলি
আমি একাই হবো জান্নাতি
বাকিরা সব বিধর্মী হবে জাহান্নামী?
কে দিয়েছে তোমায় এ-অভয় বাণী?
গায়েবের খবর কেউ কী জানি?
বলি আল্লাহকে স্বীকার করি
কিন্তু যদি তাঁহার আদেশ-নিষেধ নাহি মানি
তাহলে আমি কেনো হবোনা কাফের, মুরতাদ
বলো হে এলেম ধারি মহান গুনি?
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।