–দিন দুপুরে লোক দেখানো
– নিত্য গালাগালি
-গভীর রাতে মিত্র হয়ে
-করে গলাগলি
-অভিনয়ে বন্দী নেতা
-নীতির মাঝে ধোঁকা
-খুলবে মুখোশ ভাঙ্গবে হাঁড়ি
-নয়রে জাতি বোকা–
-আসল নকল যায়না চেনা
-সত্য কেউ নাই–
-রাজনীতির এই গোলকধাঁধায়
-আসল কোথায় পাই-
-পাপী নেতার লোভ লালসা
-পদ পদবীর আশা–
-জাতির তরে হয়না কেউ
-দেশের এমন দশা-
-দেশ দরদী লোক দেখানো
-সামনে পিছুন ভয়-
-আসল নেতা হয়তে হলে
-লোভকে কর জয়–
-অসৎপথে চলছে নেতা
-মিথ্যে গোপন ছলে-
-বলতে গেলে গুম করিবে
-অই ক্ষমতার বলে–
-নেতার কথায় চলবে জাতি
– দান করিবে প্রাণ-
-নেতার যখন নেইকো নীতি
-ক্যামনে থাকে মান
-সত্য নেতা থাকবে সদা
-সবার পাশে মিলে
-পাপী নেতার নেইকো নীতি
-খাচ্ছে স্বদেশ চুষে-
-পদ পদবি লোভ লালসা
-যেতে হবে ভুলে-
-জাতির নেতা হইবে সেদিন
-সবাই নিবে কোলে-
-আমরা জাতি সরল সোজা
-নয়রে যেমন তেমন
-দেশের তরে নব্য নেতা
-চাই দেখিতে এমন-
-হিংসা বিবাদ লোভ লালসা
-যাবে সবাই ভুলে
-সত্য হবে নেতার নীতি
-গড়বে জীবন ফুলে-