শিমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক।
শেখ রাসেল বঙ্গবন্ধুর সর্বকনিষ্ঠ পুত্র
এদেশের এক উজ্জ্বল নক্ষত্র।
শেখ রাসেলের জন্ম হয় ১৯৬৪ সালে
প্রথমে তাকে দেওয়া হয়েছিল
হাসি আপার কোলে।
সে টানাটানি করত নিয়ে আপাদের বিনুনী
তার প্রিয় খাবার ছিল
ডিম ভাজির সঙ্গে চিনি।
তার সাথে খেলতো নানা-প্রাণী পাখি,
হংস,সে খেতো না কবুতরের মাংস।
বড় কালো পিপড়া দেখলে,
বলতো রাসেল ছোট্ট
ঐ দেখো যাচ্ছে নিষ্ঠুর ভুট্টো।
সে খেলতো নিয়ে বল ও গাড়ি
জেলখানাকে বলতো আব্বার বাড়ি।
সে রাতের আকাশে ধ্রুবতারা
ঘুমাতো। পারতো না মাকে ছাড়া।
সে খেলার মাঠের দলনেতা
বিপদে- আপাদে সবার মাথায়
উপর মস্ত এক ছাতা।
সে ছিল বঙ্গবন্ধুর প্রতিফলন
প্রতিবাদী ছিল তার দু নয়ন।
১৫ ই আগস্ট ১৯৭৫ সালে
কি মর্মান্তিক ঘটনা ঘটলো সে কালে।
সেদিন ছোট্ট রাসেলকেও ছাড়েনি
শত্রুদের ব্রাশ ফায়ার।
তাদের শাস্তি ফাঁসি নয়কো কারাগার।
সবাই করে এক বিস্ময়কর চিন্তা
ভুলবে না কোনদিন শেখ রাসেলের কথা।
তাসমি তাবাচ্চুম,মোবাইল 01749563343-
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।