লুটপাট পাতাফাঁদ
জেসমিন সুলতানা চৌধুরী
তাংঃ ২৮-০৭-২০২৩ ইং
লুট করেছি? বেশ করেছি
তোরা কে ভাই বলার?
আমার মতো আমিই চলি
উঁচিয়ে শাটের কলার।
তোদের সময় বেশ অয়োময়!
করিস নি কি নয়ছয় ?
এখন আবার আলগা পিরিত
পিত্তি জ্বলে ক্ষয় হয়!
দেখাস নে ভয় , কম জানি না
পাবি পুরো টের ,
ফাঁদের নীতি সংজ্ঞাসহ
বুঝবি রকমফের।
হাতি দেখছিস, ঘোড়া দেখছিস
খুব দেখালি ঝাল !
পায়রা খোপে সাপ পুষেছি
মারিস নে আর ফাল ।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।