সময়ের সংলাপঃ
আলোকিত হও ধীরে ধীরে
জীবন তো আর যাচ্ছে না চলে
প্রকৃতি যখন দিবে ইশারা
তখন না হয় যাবে থেমে।
আলোকিত হও ধীরে ধীরে
তোমার আচরণে , অন্য কারোর উপর
প্রভাব যেন না পড়ে ।
পাড়লে করিও উপকার যতদিন আছো
বসুন্ধরা বুকে , হতে যেওনা কারোর দীর্ঘশ্বাস
উনি আছেন বসে।
আলোকিত হও ধীরে ধীরে
তোমার গুনগান থাকবে সবার অন্তরে
অনবদ্য অনন্যা রুপসী রাজকন্যা তনয়া
এই নাম ধরেই ডাকবেই তোমাকে।