মুন্নি আক্তার স্টাফ রিপোর্টারঃ
আসক্তি তে ভুগছি। কবি,
সজল কুমার নাথ।
আমি আসক্তি তে ভুগছি
কতোটা দিন ধরে
মনে হয় মৃত্যু টা এসে গেছে
অতি সন্নিকটে।
পথ হারায় পথিক পাগলের ভেসে
অশ্রু ঝরে অশ্রু টলটল করে,
আমার পথ হারিয়ে গিয়েছে কতো দিব ধরে
খুঁজিতে চাই খুঁজিবার নাহি পায়।
আমি আসক্তি তে ভুগছি
জানে না কেউ জানে না প্রতিবেশী
আমার হাসি আমার কথা বলা বাচন
বুঝে না কেউ, বুঝিবার সাধ্য কাহারও যে নেই।
আমি চলছি ফিরছি আমার মতো করে
চলছে নিত্য কর্ম নিয়মের গতিতে
তবুও পথ কাঁদায় প্রতি ক্ষনে ক্ষনে
আমি আসক্তি তে ভুগছি বলিবো কাহারে।
আমি সরলতার কাছে হার মেনেছি
আমি হার মেনেছি তোমাদের কাছে
এই পৃথিবী বলছে আমায় বিদায় নিতে হবে
আমি আসক্তি তে ভুগছি, নিয়ে যাও প্রভু তাড়া করে।।